Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কোচবিহারের ভয়ানক ঝড়ের অভিজ্ঞতার বাস্তব থিম ফুটে উঠছে আঠা...

কোচবিহারের ভয়ানক ঝড়ের অভিজ্ঞতার বাস্তব থিম ফুটে উঠছে আঠারোকোঠার সিরাজুলের হাত ধরে

কোচবিহারের ভয়ানক ঝড়ের অভিজ্ঞতার বাস্তব থিম ফুটে উঠছে আঠারোকোঠার সিরাজুলের হাত ধরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোচবিহারের ভয়ানক ঝড়ের অভিজ্ঞতার বাস্তব থিম ফুটে উঠছে আঠারোকোঠার সিরাজুলের হাত ধরে। সাম্প্রতিককালে কোচবিহার জেলায় ঘটে যাওয়া বিধ্বংসী ঝড়ের কবলে পড়ে ঘর ছাড়া কিংবা ঘর হারিয়েছিলেন অনেকেই, সেই ঘটনাটি ঘটেছিল কোচবিহার জেলার আঠারোকোঠা, মোয়ামারী সহ বিস্তীর্ণ এলাকায়।

 

সেই বিধ্বংসী ঝড়ের চিত্রই এবারের শারদ উৎসবের মধ্য দিয়ে বাস্তব জীবনে ফুটিয়ে তুলছেন সেখানকারী ঘর হারানো কিছু মানুষজন। এবারে তারাই সেই মন্ডপ সাজিয়ে তুলছেন নিজেদের নিপুণ দক্ষতায়। তাদের এবারের এই ভাবনা বাস্তব রূপ পেতে চলেছে কোচবিহারের ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিদ্যার্থী সংঘের পুজোয়। এই ঝড়ের দাপটে নিজের ঘরটিকে খোয়াতে হয়েছিল গ্রামের বাসিন্দা সিরাজুল হকের।

 

এরপর তিনি সেভাবে ঘরটিকে এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারেননি। এবারে থিম পুজোয় এই বিধ্বংসী ঝড়ের থিমটির কাজের বরাত পেয়েছেন তিনি। এবছর বিদ্যার্থী সংঘের দুর্গাপুজো ৪৯ তম বছরে পদার্পণ করল। এবারের এই দুর্গা পুজোয় কোচবিহারে সাম্প্রতিককালে ঘটে যাওয়া কোচবিহারের ঝড় বিধ্বস্ত ওই জায়গার ছবি থিম এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার ভাবনা নিয়ে এগোচ্ছে ক্লাব কর্তারা।

 

সেই সাথে আরও একটি নতুন মাত্রা হল, যারা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই তাদের নিপুণ দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতাকে নির্ভর করে এই পুজো মণ্ডপের থিমকে সাজিয়ে তুলছেন। এবারে এই পূজা উদ্যোক্তারা বাজেট দিকে নিজের সাধ্যের মধ্যে রাখবারই চেষ্টা করছেন বলে জানা গেছে। সেই সাথে তারা নামি কোন ডেকোরেটার্স উপর আস্থা রাখেননি। ক্লাবের সদস্যরা নিজেরাই পরিকল্পনা করে এই মণ্ডপের থিমটিকে সাজিয়ে তুলছেন।

 

দু একজন নামি শিল্পী এই থিমের সাথে যুক্ত থাকলেও বেশিরভাগ শিল্পী ওইদিনের ঝড়ে বিধ্বস্ত কোচবিহার ১ নম্বর ব্লকের মোয়ামারী, শুটকাবাড়ি, আঠারোকোটা ঝড় বিধ্বস্ত এলাকার বাসিন্দা। ঝড় বিধ্বস্ত থিমের শিল্পী তথা ওইদিনের ঘটনার বাস্তব সাক্ষী সিরাজুল হককে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, কোচবিহারের এক নম্বর ব্লকের ওই এলাকায় যে বিধ্বংসী ঝড় হয়, সেই ঝড়ের করুন চিত্রই আমরা এই পুজোর থিমে তুলে ধরবো সেদিনের সেই অভিজ্ঞতাই বা আমাদের কেমন ছিল তাও তুলে ধরবো এই থিমের মাধ্যমে।

আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী

বিদ্যার্থী সংঘের পুজো কমিটির কোষাধ্যক্ষ পার্থ সাহা বলেন, পুজোর মূল মন্দিরটি হবে একটি মনিপুরী মন্দিরের আদলে। এর আশেপাশে যে সমস্ত থিম বানানো হবে সেগুলি কোচবিহারের মহামারী এলাকার ওই বিধ্বংসী ঝড়ের থিমকেই ফুটিয়ে তোলা হবে সাধারণ মানুষের জন্য। উল্লেখ্য সাম্প্রতিককালে কোচবিহারের মহামারীতে যে ঝড় হয় সেই ঝড়ে তিন জনের মৃত্যু হয় এবং বহু ঘর বাড়ি এবং সাধারণ মানুষ আহত হয়।

 

কারো বা বাড়ির চাল গিয়ে পড়ে অন্য বাড়িতে, কোথাও বা দুমড়ে মুছরে যায় বাড়ির টিন, কোথাও বা গাছ ভেঙে পড়ে যায় সড়কের ওপরে। সেদিন চারিদিকে শুধুই যেন কাতর হাহাকার আর্তনাদ। পরিবেশের করাল রূপ যেন নিমিষের মধ্যেই ধ্বংস করে দেয় কোচবিহার ১নং ব্লকের বিস্তীর্ণ ওই এলাকাকে। তুই যেন এবারে সেখানকার শিল্পীদের হাতেই সেজে উড়ছে আসন্ন সারদ উৎসবে নিজেদের মন ভাঙ্গা থাকলেও বাস্তবের সেদিনের সেই দৃশ্য সাধারণকে উপভোগ করাবে সিরাজুল হকের মত অন্যান্য শিল্পীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top