কোটি টাকা তছরুপের অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কোটি টাকা তছরুপের অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ব্লক উন্নয়ন আধিকারিক ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালেন ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ঘটনাটি মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের। দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে জেলা গ্রাম উন্নয়ন দপ্তর।

 

মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে 2017-18 আর্থিক বর্ষে 1 কোটি 10 লক্ষ টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূল সদস্যরা। নির্বাচিত তৃণমূল সদস্যের অভিযোগ তাদের দলের প্রধান আজমিরা বিবি 100 দিনের কাজের 50 লক্ষ এবং ফিন্যান্স কমিশনের 60 লক্ষ টাকা দুর্নীতি করেছেন। এই অভিযোগ ব্লক উন্নয়ন দপ্তর এবং জেলা শাসক কে জানানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা মোয়াজ্জেম হোসেন ওই একই অভিযোগ করে বলেন ঘটনার লিখিত অভিযোগ জানানোর পরেও তৎপরতা দেখাচ্ছে না ব্লক প্রশাসন ও জেলা প্রশাসন। যদিও ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে দাবি গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিক সুকান্ত সাহার। তিনি বলেন প্রাথমিকভাবে পঞ্চায়েতের সমস্ত কাগজপত্র হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ বারবার ফোনে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।