ক্যানিং এর তালদি মোহনচাঁদ হাইস্কুলে ছাত্রদের ব্যপক ভাংচুর

ক্যানিং এর তালদি মোহনচাঁদ হাইস্কুলে ছাত্রদের ব্যপক ভাংচুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ক্যানিং এর তালদি মোহনচাঁদ হাইস্কুলে ছাত্রদের ব্যপক ভাংচুর l শুক্রবার দুইদল ছাত্র গোস্ঠির মধ্যে গন্ডগোল হলে একদল ছাত্র বহিরাগতদের নিয়ে আসে এবং অপর দলের ছাত্রদেরকে বেধড়ক মারধোর করে l ঘটনায় একটি ছাত্রের মাথা ফেঁটে যায় l এ বিষয়ে আক্রান্ত ছাত্ররা স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানলেও তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় শনিবার সকাল থেকেই স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে l এরপরই আচমকা স্কুলের মধ্যে ঢুকে ব্যপক ভাংচুর চালায় একদল ছাত্রI ঘটনাকে কেন্দ্র করে স্কুলে উত্তেজনা ছড়ায়I পরিস্থিতি সামাল দিতে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী স্কুলে যায় l উত্তেজিত ছাত্রদের সরাতে লাঠি ও চালাতে হয় পুলিশকেI এই ঘটনায় কয়েকজন বহিরাগতকে আটক করেছে পুলিশ l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top