ক্যানিং এর তালদি মোহনচাঁদ হাইস্কুলে ছাত্রদের ব্যপক ভাংচুর l শুক্রবার দুইদল ছাত্র গোস্ঠির মধ্যে গন্ডগোল হলে একদল ছাত্র বহিরাগতদের নিয়ে আসে এবং অপর দলের ছাত্রদেরকে বেধড়ক মারধোর করে l ঘটনায় একটি ছাত্রের মাথা ফেঁটে যায় l এ বিষয়ে আক্রান্ত ছাত্ররা স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানলেও তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় শনিবার সকাল থেকেই স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে l এরপরই আচমকা স্কুলের মধ্যে ঢুকে ব্যপক ভাংচুর চালায় একদল ছাত্রI ঘটনাকে কেন্দ্র করে স্কুলে উত্তেজনা ছড়ায়I পরিস্থিতি সামাল দিতে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী স্কুলে যায় l উত্তেজিত ছাত্রদের সরাতে লাঠি ও চালাতে হয় পুলিশকেI এই ঘটনায় কয়েকজন বহিরাগতকে আটক করেছে পুলিশ l
ক্যানিং এর তালদি মোহনচাঁদ হাইস্কুলে ছাত্রদের ব্যপক ভাংচুর
ক্যানিং এর তালদি মোহনচাঁদ হাইস্কুলে ছাত্রদের ব্যপক ভাংচুর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram