খড়গ্রাম থানার ইন্দ্রাণী গ্রামের মাঠ থেকে এক ব্যক্তির গলার নলীকাটা দেহ উদ্ধার করল পুলিস

 

খড়গ্রাম থানার ইন্দ্রাণী গ্রামের মাঠ থেকে এক ব্যক্তির গলার নলীকাটা দেহ উদ্ধার করল পুলিস । মৃতের নাম তহিদুল সেখ (৪০) । মৃত ব্যক্তি ওই থানার শেরপুর গ্রামের বাসিন্দা, পেশায় ডাম্পার চালক। পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে মাঠে যাওয়ার নাম করে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে ইন্দ্রানী গ্রামের মাঠ থেকে গলা কাটা মৃত দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে গলা কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ।