বৃহস্পতিবার রাতে নাকা তল্লাশি করার সময় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার জয়পুর মোড়ে সাত বস্তা গাঁজা সহ চার জন কে গ্রেফতার করল খড়গ্রাম থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় কুইন্টাল গাঁজা
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা আসাম থেকে গাঁজা নিয়ে মুর্শিদাবাদ নিয়ে আসছিল পাচার করার উদ্দেশ্যে।শুক্রবার অভিযুক্তদের কান্দি মহকুমা আদালতে তোলা হয়। মাননীয়া বিচারক সুস্মিতা মুখার্জী চারজন কে আগামী ১২ নভেম্বর বহরমপুর কোর্টে তোলার নির্দেশ দেন। যদি ও অভিযুক্ত দের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানান কিন্তু কান্দি মহকুমা কোর্ট ছুটি থাকার কারনে আগামী ১২ তারীখ পর্যন্ত জেল হাজতে থাকার নির্দেশ দেন।
গাজা সহ গ্রেপ্তার ৪