গঙ্গার ধারের জঞ্জাল সাফাইয়ে নামলেন স্থানীয়রা

0
88

বহরমপুর পৌরসভার ২৮ নাম্বার ওয়ার্ড, গোরাবাজার এলাকায় গঙ্গার ধার আর্বজনা ও জঙ্গলে পরিনত হয়েছে। মঙ্গলবার ছট পুজো কিছু সেখানে কোনভাবেই পরিস্কার করা হয় নি। দূর্গাপুজো থেকে এখনো পর্যন্ত ফুল বেলপাতা ইত্যাদী জমা হতে হতে এখন সাপের আড্ডায় পরিনত হয়েছে গোটা এলাকায়। বহরমপুর পৌরসভা থেকে পরিস্কারের কোন ব্যবস্থা করা হয় নি। এলাকার কাউন্সিলার চন্দনা সরকার বলেন তিনি বারংবার পৌরসভায় জানিয়েছেন কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয় নি। আর তার কাছে লেবার নেই যে তিনি গঙ্গার ধারে জঙ্গল পরিষ্কার করবেন। যে কারনে বাধ্য হয়ে মঙ্গলবার সকালে এলাকার মানুষজনই জঙ্গল সাফায়ের কাজে নামে। কারন এদিন ছটপুজো কিন্তু যা অবস্থা তাতে কোন ভাবেই গঙ্গার ধারে ছট পুজো করা সম্ভব নয়। স্থানীয়রা বাধ্য হয়ে এদিন গঙ্গার ধারের জঞ্জাল সাফাই এর কাজে নামেন।