গত তিন মাস থেকে বিএলআরও অফিসে কোনো কাজ না হওয়াই দূভোগের শিকার সাধারণ মানুষ। বারংবার বলেও কোনো সুরাহা না হওয়াই অফিসের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালো সাধারাণ মানুষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ডোমকল বিএলআরও অফিসে।তাদের অভিযোগ, প্রায় তিন মাস ধরে অফিসে লিঙ্ক না থাকায় প্রত্যকদিন দূর্ভোগের শিকার সাধারণ মানুষ। লিঙ্ক না থাকার কারণে জমির রেকড, দাগ নং কোনো কাজই হচ্ছে না । দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি সাধারণ মানুষের ।