গরুমারায় বাড়ল গন্ডারের সংখ্যা!

গরুমারায় বাড়ল গন্ডারের সংখ্যা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জলপাইগুড়ি- গত ৫ এবং ৬ মার্চ গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা জঙ্গল এবং চাপড়ামারি জঙ্গলে হয়েছিল গন্ডার শুমারি। গন্ডার শুমারি চলাকালীন বনকর্তারা আশায় ছিলেন গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাবে। আর সেই আশাই সত্য হল।

গরুমারা জঙ্গলে বাড়ল গন্ডারের সংখ্যা।  গত ২০২২ সালের গন্ডার শুমারিতে গরুমারা জঙ্গলে ৫৫ টি গন্ডারের সন্ধান মিলেছিল। আর চলতি বছরের গন্ডার শুমারিতে  সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৬১। অর্থাৎ এবছরের গন্ডার শুমারীতে ৬ টি নতুন গন্ডারের সন্ধান পাওয়া যায়। জানা গেছে, ২৭ টি স্ত্রী ও ১৭ টি পুরুষ গন্ডার রয়েছে।বাকি ১৭ টি গন্ডারের লিঙ্গ নির্ধারন করা যায়নি।

গরুমারা বন্যপ্রান বিভাগের ডিএফও দ্বিজপ্রতীম সেন জানিয়েছেন, ২০২২ সালের পর গন্ডারের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬১ টি। কিন্তু সংখ্যায় প্রতি ১.৫৯ টি স্ত্রী গন্ডার পিছু  একজন করে পুরুষ গন্ডার রয়েছে।এই পুরুষ ও স্ত্রী গন্ডারের অনুপাত গরুমারা জাতীয় উদ্যানের ভেতর গন্ডারের বসবাসের পক্ষে খুবই স্বাস্থ্যকর এবং আগামীতে গন্ডারের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top