নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ১৬ই নভেম্বর: গরু পাচার প্রসঙ্গে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে আক্রমন করেন অধীর চৌধুরী। তিনি বলেন, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী ঘরের লোক। যারা স্বরাষ্ট্রমন্ত্রী আত্মীয় তারা মুখ্যমন্ত্রী আত্মীয় তাই মুর্শিদাবাদ জেলাতে এত গরু পাচার করা হয় । মুখ্যমন্ত্রী দাবি করছেন বর্ডার কেন্দ্রের তাই বর্ডার দিয়ে গরু পাচার হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহযোগিতা করছে কিন্তু বর্ডার যাওয়ার আগে সেই গরু গুলো কোথা দিয়ে যাচ্ছে এই বাংলার সমতল দিয়ে পুলিশ থানার পাশ দিয়ে গরু পাচার হচ্ছে। দিদির রাজ্য দিয়ে গরু পাচার হচ্ছে আর কেন্দ্রে ঘারে গিয়ে দোষ দিচ্ছে নিজেকে দুর্নীতি মুক্ত করতে।