ইমরানের শপথের চূড়ান্ত তালিকায় তিন ভারতীয় ক্রিকেটারের নাম নিশ্চিত হয়ে গেল। নয়ের দশকে বাইশগজের প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের একদা বন্ধু সুনীল গাওস্কর, কপিল দেব এবং নভজ্যোত্ সিং সিধুকে সরকারিভাবে আমন্ত্রণ জানালো পাকিস্তান তেহরিক ইনসাফ দল। তবে, ফের পিছলো শপথগ্রহণের দিন। জানা যাচ্ছে ১৮ অগাস্টই শপথ নেবেন ইমরান খান।যদিও নভজ্যোত্ সিং সিধু সাংবাদিক বৈঠক করে স্পষ্টই জানিয়েছিলেন, ইমরান শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন