গাছ কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তিকে মারধর করা খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাই বিরুদ্ধে। শুক্রবার মালদা মানিকচক থানার চৌকি খানপুর মোমিন পাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। আহতের নাম আনিসুর মমিন। বাড়ি ওই এলাকাতে। তার স্ত্রীর অভিযোগ, বাড়ির পাশের একটি আম গাছ কাটাকে কেন্দ্র করে আনিসুরের সাথে ঠিক তার বাড়ির পাশেই থাকা তার ভাই সামসুল মোমিনের বিরোধ বাধে। কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ এরপরই সামসুল বেশ কয়েকজনকে নিয়ে তার দাদার ওপর চড়াও হয় ও বেধড়ক মারধর করে ও খুনের চেষ্টা করে। এই অবস্থায় পাড়া-প্রতিবেশি ও গ্রামবাসীরা ছুটে আসলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকালে সামসুল মোমিনসহ সাতজনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।