বিনোদন- ইন্ডাস্ট্রিতে জুন আন্টি বলেই পরিচিত ঊষসী চক্রবর্তী। বাম মনোভাবাপন্ন এই অভিনেত্রী টলি পাড়ায় ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। ছোটপর্দায় ফের কাজ করতে শুরু করেছেন ঊষসী। তাঁকে এখন রোশনাই সিরিয়ালে দেখা যাচ্ছে। আর এরই মাঝে অভিনেত্রীকে প্রায়ই নানান ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। শুক্রবার, ১৪ মার্চ দোল আর তারই আগে ঊষসীর রং খেলার ভিডিও দেখে ঘুম উড়েছে নেটপাড়ার।
সাদা শাড়ি ও স্লিভলেস সাদা ব্লাউজে ঊষসীর শরীরী হিল্লোড় পাগল করে দিয়েছে নেট নাগরিকদের। কখনও নিজের গালে রং মেখে আবার কখনও বা শাড়ির আঁচল কোমরে গুঁজে নেটিজেনদের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন তিনি। খোলা পিঠ ও উন্মুক্ত পেট, রীতিমতো বোল্ড অবতারে ধরা দিয়েছেন জুন আন্টি। প্রসঙ্গত, ঊষসী বরাবরই তাঁর সাহসী অবতারের জন্য বেশ চর্চিত। মাঝে মধ্যেই অভিনেত্রীর বোল্ড লুকসগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় আর তা নিয়ে ট্রোলের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। তবে সব সময় যে ঊষসী সেগুলো হজম করে নেন তা কিন্তু নয়। ট্রোল করলে তিনি ট্রোলের সঠিক জবাবও দিয়ে দেন।
