গুরুতর অসুস্থ লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁকে ভেন্টিলেশনে রেখেছেন চিকিত্সকরা। গত জুন মাস থেকে বার্ধক্যজনিত নানা উপসর্গে ভুগছিলেন তিনি। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিত্সাধীন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সোমনাথবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি বিচার করে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা।