নিজস্ব সংবাদদাতা,মন্দিরবাজার, ২০শে নভেম্বর : বিয়েবাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের গ্রামপঞ্চায়েত উপপ্রধানের বাবা। পঞ্চায়েত উপপ্রধানকে বাগে না পেয়ে তাঁর বাবাকে লক্ষ্য করে গুলি। মন্দিরবাজার থানার কেচারপুর গ্রামপঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান বিধানচন্দ্র লস্করের বাবা তিনি। বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধ এখন ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে মন্দিরবাজার থানার খোদ্দমহাদেবপুরে। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।