দক্ষিন ২৪ পরগনার ক্যানিং-এর গোলাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে খুন এক তৃণমূল কর্মীI নিহতের নাম মিজানুর রহমানI ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম মুসা সেখ নামে আরও একজন তৃণমূল কর্মীI এলাকায় ব্যপক উত্তেজনাI এলাকায় চললো গুলি বোম I ঘটনাস্থলে পৌঁছেছে ক্যানিং থানার পুলিশI তৃণমূল কংগ্রেসের দুই গোস্ঠির মধ্যে সংঘর্ষের জেরে খুন বলে জানা যাচ্ছেI
রবিবার সন্ধ্যায় এই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ এলাকায় গেলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা বলে অভিজোগ । পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছরিয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মতায়েম করা হয়। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আশা হয়। তৃনমূলের গোষ্টীদন্দের জেরে এই খুন বলে অনুমান পুলিশের