বাজার করতে গিয়ে আক্রান্ত হলেন এক অভিনেতা। আক্রান্ত অভিনেতার নাম সায়ক চক্রবর্তী। তার এক বন্ধু সহ আরও কয়েকজনকে মারধোর করা হয়েছে বলে অভিযোগ।
স্কুটি পার্কিংকে কেন্দ্র করে ঝামেলার সুত্রপাত। সায়ক ও তার বন্ধু তাদের স্কুটি রেখে বাজার করছিল। বাজারের পর সে স্কুটি নিয়ে বেরিয়ে আসার সময় তার উপর কয়েকজন চড়াও হয়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছাড়াও লাঠিছিল বলে অভিযোগ। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় সায়ককে। এছাড়াও তার বন্ধু সহ এলাকার আরও কয়েকজন কে মারধোর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বাজার করতে আসা বিভিন্ন মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশান লাগোয়া বাজার এলাকায়। ঘটনায় গুরুতর জখম সায়ককে এরপর বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে সে। এই অভিনেতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউকে গ্রেপ্তার করা হয়নি।