ঘুমন্ত অবস্থায় যুবকের গলা কাটা অবস্থায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো তার নিজের শোয়ার ঘর থেকে

 

ঘুমন্ত অবস্থায় যুবকের গলা কাটা অবস্থায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো তার নিজের শোয়ার ঘর থেকে l চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালালপুর অঞ্চলের পূর্ব চাঁদপুরে l ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ গেলে শোয়ার ঘর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হসপিটাল মর্গে তদন্তের জন্য পাঠানো হয় l

পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম আলিম সেখ সে পেশায় একজন টোটো চালক।শনিবার রাত্রে নিজের ঘরে ঘুমিয়ে ছিল সে প্রতিদিনের মতন সকালবেলায় টোটো নিয়ে বাইরে কাজে যায় কিন্তু রবিবার সকালে তার কোনোরকম সাড়াশব্দ পায়নি তার পরিবারের লোকেরা। তার মা তার ছেলের ঘরের সামনে গেলে দেখে রক্তাক্ত অবস্থায় সে বিছানায় পড়ে রয়েছে এবং তার গলায় ধারালো অস্ত্রের কোপ এই মত অবস্থায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে তবে কে বা কারা খুন করল এই বিষয়ে এখনো পরিষ্কার হয়নি l পরিবারের লোকদের তরফ থেকেও তেমন কোনো অভিযোগ বা সন্দেহ এখনো অব্দি জানা যায়নি গোটা ঘটনাটির তদন্ত নেমেছে কালিয়াচক থানার পুলিশ l