চার এ ৪২০ ছবির শুটিং শুরু হলো মুর্শিদাবাদের বহরমপুরে

চার এ ৪২০ ছবির শুটিং শুরু হলো মুর্শিদাবাদের বহরমপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জেনিথ প্রোডাকশন হাউস নিবেদিত ,অতিউল ইসলাম পরিচালিত ও আর.এন চক্রবর্তী প্রযোজিত নতুন ফিচার ফ্লিম চার এ ৪২০ ছবির শুটিং শুরু হলো মুর্শিদাবাদের বহরমপুরে l এই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ,খারাজ মুখার্জীর মতো অভিনেতারা l মঙ্গলবার ছিল এই ছবির মহরত l এই ছবির মহরতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ ,ট্রাফিক কন্ট্রোলের ডিএসপি দীপাঞ্জন ভট্ট্যাচার্য্য ,জৰ্জ এন্ড সেক্রেটারি লিগাল সার্ভিস অথোরিটি মুর্শিদাবাদ মনদীপ সাহা রায় ,সেন্ট্রাল কার্রেকশনাল হোমের ডাক্তার ডঃআর.এস.প্রাসাদ রবি,আই.সি সনৎ দাস এবং মুর্শিদাবাদের ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা l

 

আগামী ৮ দিন এই শুটিং চলবে বলে জানান ছবির পরিচালক অতিউল ইসলাম l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top