চিকিৎসার প্রতি বিরক্ত হয়ে আত্মঘাতী হল এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মহানন্দাপল্লীতে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে মৃত প্রৌঢ় তপন সরকার (৬৫)। সে পেশায় এক রিক্সা চালক। তাদের আত্মীয়রা জানায় সে কয়েক বছর আগে যক্ষারোগে আক্রান্ত হয়। এরপর থেকে তার চিকিৎসা চললেও অসুখ সার ছিলো না। ফলে সে তিতিবিরক্ত হয়ে যায়। অভাবের সংসার স্ত্রী বাসাবাড়িতে কাজ করেন। দুই ছেলে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে। যক্ষ্মারোগের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন তপন সরকার। সকালে বৌমা দেখতে পায় টালির চালের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় শ্বশুর ঝুলে আছেন। পাড়া প্রতিবেশীদের খবর দেওয়া হলে গলার ফাঁসকেটে মালদা মেডিকেল কলেজে নিয়ে আনলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ইংরেজবাজার থানার পুলিশমৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।