চিটফান্ড সংস্থার এজেন্টকে মারধরের অভিযোগ আমানতকারীদের বিরুদ্ধে

চিটফান্ড সংস্থার এজেন্টকে মারধরের অভিযোগ আমানতকারীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই এজেন্ট মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় চারজনের নামে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে গাজলের ময়নার বাসিন্দা বিমল সরকার একটি চিটফান্ড সংস্থায় এজেন্ট হিসেবে কাজ করতেন। বাজার থেকে প্রায় ৪০ লক্ষ টাকা ওই সংস্থায় তিনি আমানত করিয়েছিলেন। সংস্থা বন্ধ হয়ে যাবার পর আমানতকারীরা সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তার উপর চাপ সৃষ্টি করছিল। সেই চাপের কারণে তিনি বিদেশে কাজ করতে পাড়ি দেন। পুজোর আগেই বাড়ি ফেরেন তিনি। এরপর আবার আমানতকারীরা তার ওপর চাপ সৃষ্টি করতে থাকে। অভিযোগ গতকাল বেশ কয়েকজন আমানতকারী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এরপর ওই এজেন্টকে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। বর্তমানে ওই এজেন্ট মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় নকুল সরকার বলরাম সরকার সহ ৪ জনের নামে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।