চোখের জলে বিদায় জানানো হল মঙ্গলবার সন্ধ্যায় সাঁতরাগাছি ষ্টেশনে যাত্রীদের হুড়োহুড়িতে পদপৃষ্টের ঘটনায় মৃত মুর্শিদাবাদের হরিহরপাড়ার সর্দার পাড়ায় বাশিন্দা তাসের সর্দারকে। ঘটনার পর দিন অথ্যাৎ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ তাসের সর্দারের কফিন বন্দি নিথর দেহ ফেরে হরিহরপাড়া নশীপুর সর্দার পাড়ায় নিজের বাড়িতে । মৃতদেহ ফিরতেই কান্নায় ভেঙ্গে পরে সর্দারপাড়া এলাকার সাধারন মানুষ সহ তার পরিবার পরিজনেরা। সারারাত তার মৃতদেহ বাড়িতে থাকার পর বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ স্থানীয় কান্দিপাড়া ডিহিতে তার মরদেহ দাফন করা হয়। তাসের সর্দারকে শেষ বিদায় জানাতে ভীড় জমান বহু মানুষ। চোখের জলে বিদায় জানানো হয় তাসেরকে, কান্নার রোল পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। বাকরুদ্ধ হয়ে গেছে তার একমাত্র সন্তান সামিদুল সর্দারের। তার চিকিৎসার ঋণ শোধ করার জন্যই তো তার বাবা প্রায় দুমাস আগে তার জায়গায় কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হল না বাবা তাসের সর্দারের।
চোখের জলে বিদায় সাঁতরাগাছি ষ্টেশনে পদপৃষ্টের ঘটনায় মৃত তাসের সর্দারকে
চোখের জলে বিদায় সাঁতরাগাছি ষ্টেশনে পদপৃষ্টের ঘটনায় মৃত তাসের সর্দারকে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram