নিজস্ব সংবাদদাতা,বহরমপুর , ৭ই ডিসেম্বর :এ বাংলায় মরলে তবেই তাদের কথা ভাবা হয় , সবরা মরলো তার পর তাদের ঘর দেওয়া হল, মদ খেয়ে মরলো তারপর বলা হল পুনর্বাসন দেওয়া হল। বাংলায় মদ বিক্রি করে বেশি রোজগার বাড়াতে চাইছেন তাই আপনি নতুন করে ২ হাজার মদের লাইসেন্স দিলেন। মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর