নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া, ২রা ডিসেম্বর : চোলাই মদ নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, ঠিক তখনই এই ঘটনায় বড় সড় সাফল্য পেল বাঁকুড়া সদর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে আচমকাই বাঁকুড়া সদর থানা এলাকার আগয়া, কেন্দকুনিয়া , ভাতুড়ি গ্রামে অতর্কিতে হানা দেয় সদর থানার পুলিশ বাহিনী। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।
রবিবার পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, খবর পাওয়া যায় আগয়া ও কেন্দুকুনিয়া গ্রামে গোপনে চোলাই মদের রমরমা কারবার চলছে। খবর পেয়েই আর দেরী করেনি পুলিশ। রাতেই ঐ দুই গ্রামে তড়িঘড়ি অভিযান চালিয়ে ১০ লিটার আই.ডি লিকার, ২৫ বোতল দেশী মদ, দু’টিন ও আলাদাভাবে ২৫ কেজি মদ তৈরীর সামগ্রী পুলিশ উদ্ধার করে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সদর থানার পুলিশ আগয়া গ্রাম থেকে গৌতম মণ্ডল ও কেন্দুকুনিয়া থেকে সৌরভ মণ্ডলকে আটক করেছে। রবিবার তাদের জিজ্ঞাসাবাদের পর বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। এই ঘটনায় আরো কেউ যুক্ত আছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত করতে চাইছে পুলিশ। সেরকম কোন তথ্য পেলে বাকিদেরও সন্ধানে পুলিশ জোরদার তল্লাশি চালাবে বলে জানা গেছে।