রহস্যজনক মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের।মৃতের নাম সিদ্ধার্থ মন্ডল(26)।তার বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রামকৃষ্ণপুর গ্রামে।প্রায় ছয় বছর আগে তিনি সিআরফিএফ এ যোগ দেন।মাত্র নয় মাস হয়েছে রিম্পা মন্ডলের সঙ্গে বিয়ে হওয়া। বর্তমানে আসামের ধুবিলিয়ার কোকরাঝাড় D 48 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।৫ই সেপ্টেম্বর বুধবার দুপুরে কর্মরত অবস্থায় নিজের বন্দুকের গুলিতে মারা যায়।তারপর তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তড়িঘড়ি আসামে যায় গিয়ে দেখে কফিন বন্দি মৃত দেহ কান্নায় ভেঙ্গে পড়ে সদ্য বিবাহিত স্ত্রী রিমা মন্ডল সহ বাবা মা ।শনিবার রাত্রে হরিহরপাড়া থানা মারফত তার পরিবারের হাতে মৃত দেহ তুলে দেন তার সহকর্মীরা।রবিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।