নিজস্ব সংবাদদাতা,মালদা, ১৮ই নভেম্বর :ধর্ম যার যার। উৎসব সবার। মুখ্যমন্ত্রীর এই বার্তা কে সামনে রেখেই চন্দননগর ও কৃষ্ণনগরের পাশাপাশি জগদ্ধাত্রী পুজোয় মাতলো মালদা শহর। শনিবার শহরের প্রাণকেন্দ্র রাজমহল রোডে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশাল শীতবস্ত্র বিতরণের আয়োজন করে ইয়ুথ ফোরাম। উপস্থিত ছিলেন বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি অমর কুমার এক্কা, ইংরেজবাজার এর বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ সহ বিশিষ্টজনেরা।