জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জরিয়ে পড়লো দুই গোষ্ঠী। সংঘর্ষে আহত দুই মহিলা সহ মোট সাতজন। বাসন্তী থানার ভাঙনখালী এলাকার ঘটনা। ভাঙনখালী গ্রামের বাসিন্দা আমিরুল্লা লস্কর নিজের ঘরের পাশে জমিতে বেরা দিচ্ছিল। সেই সময় জালাল সেখ ও তাদের পড়িবারের লোকেরা এসে বাঁধা দেই। সেই জমি তাদের বলে দাবী করে। এর পর শুরু হয় বচসা। বচসা গরাই সংঘর্ষে। আমিরুল্লা দেড় দাবী তাদের পড়িবারের দুই মহিলাকে ব্যাপক মারধোর করা হয়। মারধোর করা হয় পড়িবারের আরও পাঁচজনকে। আমিরুল্লা দেড় আরও দাবী তাদের পড়িবারের ইস্মা লস্কর নামে আরও এক মহিলাকে মারতে মারতে পুকুরের জলে ডুবিয়ে রেখে দিয়েছিল। পরে মারা গেছে ভেবে ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে জালাল সেখ ও তার গোষ্ঠীর লোকেদেড় বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনা স্থলে আসলে সংঘর্ষ থেমে যায়। আহতদের উদ্ধার করে বাসন্তী ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ইস্মা সহ আরও কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আশা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাসন্তী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।