জমি দখলের প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি

0
70

নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৪শে নভেম্বর :জমি দখলের প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার রামনগর গ্রামে। চারজনের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও অভিযুক্তরা এখনো অধরা।

জমি নিয়ে বিবাদের জেরে নিজের আত্মীয়দের হাতে আক্রান্ত হতে হলো এক দম্পতিকে। পেশায় শ্রমিক আনজুম আলীর বাড়ির পাশে 5 কাঠা জমি রয়েছে। তিনি বাড়িতে না থাকার সুযোগে সেই জমি তার মামাতো ভাই তাজুল সিট দখল করে নেয় বলে অভিযোগ। শুক্রবার বাড়ি ফিরে সেই ঘটনার প্রতিবাদ করেন আনজুম। অভিযোগ সেই সময় তাজু ও তার বাড়ির লোকেরা হামলা চালায় আনজুম ও তার পরিবারের লোকের ওপর। এলোপাথাড়ি ইট ছুটতে থাকে অভিযুক্তরা। এবং বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় আনজুম এর। এলাকার মানুষ আসলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। আহত দম্পতি বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গাজোল থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।