জমি দখলের প্রতিবাদ করে জমি মাফিয়াদের হাতেই আক্রান্ত হলেন দুই ভাই

জমি দখলের প্রতিবাদ করে জমি মাফিয়াদের হাতেই আক্রান্ত হলেন দুই ভাই৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বামনগ্রাম অঞ্চলের পাহাড়পুর গ্রামে৷ আহতরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷
জানা গিয়েছে, আক্রান্তরা হলেন শেখ আজিজুল (৪২) ও শেখ রাজুল (৩৯)৷ পাহাড়পুর গ্রামে শেখ আজিজুলের ২ কাঠা জমি রয়েছে৷ সেই জমির কাগজ তাঁরই নামে৷ অভিযোগ, দীর্ঘদিন থেকে সেই জমিটি দখল করতে চায় এলাকার কিছু জমি মাফিয়ারা। গতকাল রাতে শেখ আসিফ, শেখ ইসরাফুল, শেখ হালিম সহ আরও কয়েকজন জমি মাফিয়া আজিজুলের জমিটি দখল করার চেষ্টা করে৷ তাদের বাধা দেন আজিজুল৷ এনিয়ে শুরু হয় বচসা৷ সেই বচসা চরম আকার নিলে সংঘর্ষের আকার নেয়৷ জমি মাফিয়া আসিফরা ধারালো অস্ত্র নিয়ে আজিজুলের উপর চরাও হয়ে খুনের চেষ্টা করে৷ দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শেখ রাজুলও৷ দুজনেরই মাথা ধারালো অস্ত্রের কোপ পড়ে৷ ঘটনার গোলমালে গ্রামের মানুষজন ছুটে এলে পালিয়ে যায় জমি মাফিয়া আসিফ ও তার দলবল। স্থানীয় গ্রামবাসীরা আহত দুই ভাইকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়৷ এখনও তাঁরা সেখানে ভরতি রয়েছেন৷ আহতদের পরিবারের পক্ষ থেকে তাঁরা কালিয়াচক থানায় জমি মাফিয়া আসিফ সহ মোট ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।