জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ গড়াল বোমাবাজিতে।আর তার জেরে আহত হল কমপক্ষে পাঁচ জন।বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার কাশিপুর গ্রামে।
স্থানীয় সুত্রে খবর বেশকিছুদিন যাবৎ আজিজুল সেখ ও বাইদুল সেখের সাথে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল।আর তার জেরেই এদিন সন্ধ্যায় আজিজুল সেখের দলবল বাইদুল সেখের পরিবারের উপর বোমাবাজি চালায় বলে অভিজোগ। বোমার ঘায়ে আহত হয়েছেন কমপক্ষে পাচজন।আহত দের ডোমকল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।বাইদুল সেখ ও তার মা সাকিমন বিবি আশংকাজনকউ অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা ধীন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌচেছে ডোমকল থানার পুলিশ। তবে অভিযুক্তরা পলাতক।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।।
জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ গড়াল বোমাবাজিতে
জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ গড়াল বোমাবাজিতে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram