নিজস্ব সংবাদদাতা, জলঙ্গী, ৩রা ডিসেম্বর :মুর্শিদাবাদ জেলায় ফের শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ জেরে বোমা আঘাতে মৃত্যু হল তৃণমূল কর্মীর। মৃত নাম হামিদুল মন্ডল। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ঘোষ পাড়া এলাকায়।
হামিদুল মন্ডলের পরিবারের অভিযোগ তৃণমূল দুই গোষ্ঠী রাজদুল ও ফিরোজ ইসলামের দীর্ঘদিন ধরে বচসা ছিল এর জেরে সোমবার সকালে নটা নাগাদ ফিরোজ ও রাজদুল গোষ্ঠী হামিদুল মন্ডলের উপর বোমা মারে বলে অভিযোগ । গুরুতর গুরুতর জখম হয় তৃণমূল কর্মী হামিদুল মন্ডল । গুরুতর জখম অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আরও বেশ কয়েকজন যখন হন বলে খবর, তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান হয়। এদিনের ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছায় বিশাল পুলিশ বাহিনী