জলাতঙ্কের টিকাও জাল!

জলাতঙ্কের টিকাও জাল!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেশ – দেখলে বোঝারও উপায় নেই, কারণ অবিকল একই রকম দেখতে! সম্প্রতি দিল্লি, কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে উচ্চ রক্তচাপ, সুগার, গ্যাস, হার্ট কিংবা কিডনির সমস্যায় ব্যবহৃত বস্তা বস্তা জাল ওষুধ  বাজেয়াপ্ত করেছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। এবার সেই তালিকায় নাম জুড়ল জলাতঙ্কের টিকারও !

ড্রাগ কন্ট্রোলের  তরফে জানানো হয়েছে, দিল্লি, মুম্বই, আমেদাবাদ ও লখনউতে একটি জনপ্রিয় ব্র্যান্ড থেকে জাল করা জলাতঙ্কের ইঞ্জেকশন  ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে শুক্রবারই রাজ্যগুলিকে সতর্কও করেছে দিল্লির ড্রাগ কন্ট্রোল ব্যুরো।

সতর্কবার্তায় পরিষ্কারভাবে জানানো হয়েছে, জাল ইঞ্জেকশন নিলে রোগী বড়সড় বিপদের মধ্যে পড়তে পারে। তাই প্রতিটি এলাকায় তল্লাশি চালিয়ে জাল ওষুধ কোথায়, কত রয়েছে তা অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আমজনতাকেও সতর্ক করে বলা হয়েছে, ভাল করে পরীক্ষা না করিয়ে জলাতঙ্কের টিকা যেন কেউ ব্যবহার না করেন।

এর আগে স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ভেজাল ওষুধের নামের তালিকাও প্রকাশ করা হয়েছিল। গোটা ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাঁদের কথায়, “ওষুধ ভেবে যেটা খাচ্ছে, সেটাও জাল!” সাধারণ মানুষের কথায়, ওষুধ বা ইঞ্জেকশন সেটা যে জাল, তা বুঝব কী করে?

ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফে অবশ্য জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিয়মিত তল্লাশি চলছে। শীঘ্রই জাল টিকা বাজেয়াপ্ত করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top