জাতীয় স্তরে কিক বক্সিং এ সোনা জয় বর্ধমানের দ্বীপান্বেষের

জাতীয় স্তরে কিক বক্সিং এ সোনা জয় বর্ধমানের দ্বীপান্বেষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জাতীয় স্তরে কিক বক্সিং প্রতিযোগীতায় সোনা জয় করল বর্ধমানের দ্বীপান্বেষ দাস। দ্বীপান্বেষ আণ্ডার সেভেন্টি ক‍্যাটাগরির সিনিয়ার ডিভিশনে পঁয়ষট্টি থেকে সত্তর কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য পেয়েছে।সেখানেই সে উত্তোরপ্রদেশের বক্সারকে হারিয়ে সোনা জয় করে। ২০২৩ এ দ্বীপান্বেষ ভারতের হয়ে এশিয়া চ‍্যাম্পিয়ানশিপে খেলতে যাবে উজবেকিস্থানে।

 

সেজন্য সরকারি সাহায্য চেয়েছেন।এদিকে এই সাফল্যে খুশি তার বাবা,মা ,কোচ এবং পরিবারের সকলেই। মানমবাড়িতে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিতে হাজির হয় বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবি পল্লব দাস।এদিকে এই সাফল‍্যের তার মা ও বাবা উৎসাহ আনন্দের সাথে তাকে মিষ্টি মুখ করান তিনি। জানা গিয়েছে,বর্ধমান শহরে তেজগঞ্জ মোহনবাগের দ্বীপান্বেষ দাস ছোট থেকেই খেলাধুলার পরিবেশে বড়ো হয়েছে। খেলায় আগ্রহ ছিল প্রচুর স্কুলেতো বটেই জেলাতেও সে অ‍্যাথলেটিকে মেডেল পেতো।

আরও পড়ুন – বিয়ার নিয়ে বেচারা কাতার, মুসলিম রাষ্ট্রে খেলা আয়োজনে এবার ভাবতে হবে ফিফাকে

এরপর করোনাকালে বন্ধ হয়ে যায় প্রাক্টিস। পরিস্থিতি স্বাভাবিক হতেই দ্বীপান্বেষের নজরে আসে সাবাত কিক বক্সিং এর বিজ্ঞপ্তি। মনে অদম‍্য ইচ্ছা আর বাবা মা ও আত্মীয়দের উৎসাহ দানে দ্বীপান্বেষ শুরু করে কিক বক্সিং এর প্রাক্টিস। এর পর সে পশ্চিমবঙ্গ থেকে আরো সাত জনের সাথে দিল্লি যায় ন‍্যাশানাল খেলতে। দিল্লির কারোলবাগে আঠারোটি রাজ‍্যের মোট ৪০০ জন বস্কার ঐ ন‍্যাশানাল বক্সিং প্রতিযোগিতা অংশ গ্রহন করে। দ্বীপান্বেষ আণ্ডার সেভেন্টি ক‍্যাটাগরির সিনিয়ার ডিভিশনে পঁয়ষট্টি থেকে সত্তর কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানেই সে উত্তোরপ্রদেশের বক্সারকে হারিয়ে সোনা জয় করে। দ্বীপাম্বেষ বলেন, তার এই সাফল‍্যের পিছনে তার মা চন্দনা দাস ও তার শিক্ষকদের অবদান অনেক আছে।

 

উল্লেখ্য, জাতীয় স্তরে কিক বক্সিং প্রতিযোগীতায় সোনা জয় করল বর্ধমানের দ্বীপান্বেষ দাস।দ্বীপান্বেষ আণ্ডার সেভেন্টি ক‍্যাটাগরির সিনিয়ার ডিভিশনে পঁয়ষট্টি থেকে সত্তর কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য পেয়েছে।সেখানেই সে উত্তোরপ্রদেশের বক্সারকে হারিয়ে সোনা জয় করে। ২০২৩ এ দ্বীপান্বেষ ভারতের হয়ে এশিয়া চ‍্যাম্পিয়ানশিপে খেলতে যাবে উজবেকিস্থানে।

 

সেজন্য সরকারি সাহায্য চেয়েছেন।এদিকে এই সাফল্যে খুশি তার বাবা,মা ,কোচ এবং পরিবারের সকলেই। মানমবাড়িতে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিতে হাজির হয় বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবি পল্লব দাস।এদিকে এই সাফল‍্যের তার মা ও বাবা উৎসাহ আনন্দের সাথে তাকে মিষ্টি মুখ করান তিনি। জানা গিয়েছে,বর্ধমান শহরে তেজগঞ্জ মোহনবাগের দ্বীপান্বেষ দাস ছোট থেকেই খেলাধুলার পরিবেশে বড়ো হয়েছে। খেলায় আগ্রহ ছিল প্রচুর স্কুলেতো বটেই জেলাতেও সে অ‍্যাথলেটিকে মেডেল পেতো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top