জাপানের রাজ্যকন্যাকে চরম মূল্য দিতে হচ্ছে? কেন ? জানুন

জাপানের রাজ্যকন্যাকে চরম মূল্য দিতে হচ্ছে? কেন ? জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জাপানের

জাপানের রাজ্যকন্যাকে চরম মূল্য দিতে হচ্ছে? কেন ? জানুন । কলেজে একসঙ্গে লেখাপড়া করতেন। সেই থেকে সম্পর্ক, সেই থেকেই প্রেম, সেই থেকেই  যোগাযোগ। সেই কলেজের  সহপাঠী বন্ধুটিকেই বিয়ে করছেন জাপানের প্রিন্সেস মাকো। অক্টোবরের  ২৬ তারিখে এই  বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। তবে প্রেমের কারণে কলেজের সহপাঠিকে বিয়ে করার  কড়া খেসারত  দিতে হচ্ছে জাপানের রাজকন্যাকে।

 

জানা গিয়েছে,   রাজপরিবারের সদস্য হয়ে একজন সাধারণ নাগরিককে বিয়ে করায় অনেক কিছুই হারাতে হচ্ছে প্রিন্সেস মাকোকে। প্রথমত, বিয়ে করার পর তিনি আর রাজপরিবারের সদস্য থাকছেন না। সম্রাট নারুহিতোর ২৯ বছরের ভাইঝি প্রিন্সেস মাকো ২০১৭ সালে কেই কমুরো নামের ওই সহপাঠীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। পরে এক সংবাদ সম্মেলনে একসঙ্গে হাজির হতে দেখা যায় তাদের। সেখানে হাস্যোজ্জল অবস্থায় ক্যামেরাবন্দীও হয়েছিলেন তারা।

 

আর ও  পড়ুন    শাকিরার উপর আক্রমণ করলো বন্য শুকর, তারপর কি ঘটলো?

 

পরে কমুরোর মা এক আর্থিক জটিলতায় পড়লে ২০১৮ সালে তাদের বিয়ের দিনক্ষণ পিছিয়ে যায়। ওই বছরের আগস্টে কমুরো আইন পড়ার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখান থেকে ফেরেন গত সোমবার। নিয়ম অনুযায়ী, এ বিয়ের মধ্য দিয়ে প্রিন্সেস মাকোকে রাজপরিবার ছাড়তে হচ্ছে। রাজপরিবারের বিয়েতে যেসব আনুষ্ঠানিকতা দেখা যায়, সেগুলোও দেখা যাবে না প্রিন্সেস মাকোর বিয়েতে। জানা গিয়েছে, স্থানীয় সরকারের অফিসে রেজিস্ট্রির মাধ্যমে  এই  বিয়ে সম্পন্ন হবে।

 

উল্লেখ্য, কলেজে একসঙ্গে লেখাপড়া করতেন। সেই থেকে সম্পর্ক, সেই থেকেই প্রেম, সেই থেকেই  যোগাযোগ। সেই কলেজের  সহপাঠী বন্ধুটিকেই বিয়ে করছেন জাপানের প্রিন্সেস মাকো। অক্টোবরের  ২৬ তারিখে এই  বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। তবে প্রেমের কারণে কলেজের সহপাঠিকে বিয়ে করার  কড়া খেসারত  দিতে হচ্ছে জাপানের রাজকন্যাকে। জানা গিয়েছে,   রাজপরিবারের সদস্য হয়ে একজন সাধারণ নাগরিককে বিয়ে করায় অনেক কিছুই হারাতে হচ্ছে প্রিন্সেস মাকোকে। প্রথমত, বিয়ে করার পর তিনি আর রাজপরিবারের সদস্য থাকছেন না। সম্রাট নারুহিতোর ২৯ বছরের ভাইঝি প্রিন্সেস মাকো ২০১৭ সালে কেই কমুরো নামের ওই সহপাঠীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top