গুজরাট – গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটের অংশ, আগুন জ্বলছে দাউদাউ করে। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, টুইন-সিটার জাগুয়ারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল। বিমানটি ভেঙে পড়ার আগে একজন পাইলট কোনওক্রমে নিজেকে ইনজেক্ট অর্থাৎ বিমান থেকে বিচ্ছিন্ন করে নিলেও, খোঁজ নেই অপরজনের।
