জুনে আসবে পরম- পিয়ার সন্তান, পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা অভিনেতার!

জুনে আসবে পরম- পিয়ার সন্তান, পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা অভিনেতার!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন –  মা-বাবা হতে চলেছেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। এবছর বাংলা নববর্ষে মৃত্যুঞ্জয় কর হয়ে ফিরছেন পরম। তবে এই ব্যস্তবহুল জীবনে কাজের থেকে কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পিতৃত্বকালীন ছুটি নিয়ে স্ত্রী পিয়ার পাশে এই বিশেষ সময়ে থাকতে চান অভিনেতা।



২০২৫-এ একগুচ্ছ কাজ আছে পরমব্রত চট্টোপাধ্যায়ের হাতে। সদ্য শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ ছবির কাজ। এরপর ইশা সাহার সঙ্গে পরের ছবির শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। দ্রুত কাজ সারছেন। সংবাদমাধ্যমকে অভিনেতা- পরিচালক জানান, “ফেব্রুয়ারি মাসে আমি আর পিয়া চক্রবর্তী জানিয়েছি, আমরা মা-বাবা হতে চলেছি। জুন মাসে হয়তো সন্তান জন্ম নেবে। এই সময় পিয়ার পাশে আমার বেশি থাকা দরকার ছিল। কাজের চাপে যেটা আমি পারিনি। নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই।”



তিনি আরও বলেন, “একই সঙ্গে পিয়ার পাশে থেকে ওঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানপালনের দায়িত্ব ভাগ করে নিতে চাই। কারণ, স্ত্রী অন্তঃসত্ত্বা মানেই স্বামীর দায়িত্ব শেষ নয়। বরং বেশি করে স্ত্রীকে আগলে রাখা। কারণ, এই সময় ভাল-মন্দ সব কিছুই স্ত্রী একমাত্র স্বামীর সঙ্গেই ভাগ করতে চায়।” জানা যাচ্ছে, মে মাস থেকেই পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা রয়েছে হবু বাবা- পরমব্রতর। তাঁদের সন্তানের জন্মের পর অন্তত মাস দু’য়েক পরে অবধি ছুটিতে থাকবেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top