জেলায় সর্বত্র গম চাষ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে

জেলায় সর্বত্র গম চাষ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গম চাষ বন্ধ করতে নতুন উদ্যোগ গ্রহণ করল কান্দি মহকুমা কৃষি আধিকারিক মৃদুল ভক্ত। বুধবার কান্দি মহকুমা শাসকের সেমিনার হলে একটি কর্মশালা আয়োজন করা হয়। ওই কর্মশালায় কৃষি আধিকারিক ঘোষনা করেন কান্দি মহকুমার প্রতিটি মন্ডপে ব্যানার ঝুলিয়ে গম চাষ বন্ধের প্রচার করা হবে।
জেলায় সর্বত্র গম চাষ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জেলায় যে পরিমাণ গম চাষ হয় তার ৬.২ শতাংশ গম চাষ এই কান্দি মহকুমাতে হয়। গত বছর হুইটব্লাস্টের কারনে গম চাষ নিষিদ্ধ করা হয় নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়। এবছর ও গম চাষ বন্ধ রাখার নির্দেশ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। তাই সবরকম ভাবে প্রচার চালানো হবে। এদিন এই এই কর্মশালায় উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক অভিক কুমার দাস, কান্দি এসডিপিও শেখ মহম্মদ আজিম, পাঁচটি পঞ্চায়েত সমিতির সভাপতি ও এলাকার পঞ্চায়েতের প্রধান ও বিভিন্ন এলাকার চাষীরা। মহকুমা শাসক অভিক কুমার দাস জানান কান্দি মহকুমায় এই বছর গম চাষ বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সমস্ত এলাকায় প্রচার চালানো হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top