নিজস্ব সংবাদদাতা,মালদা, ১৩ই ডিসেম্বর :ড্রেন তৈরি নিয়ে শরিকি বিবাদের জেরে জ্যাঠতুতো দাদাদের হাতে আক্রান্ত কলেজ পড়ুয়া ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদা গাজোল থানার তুলসী ডাঙ্গা গ্রামে। আহত কলেজ ছাত্রী বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গাজোল থানায় চারজনের বিরুদ্ধে মারধর এবং শীলতা হানির অভিযোগ দায়ের।
পরিবারের দাবি বাড়িতে ড্রেন তৈরি করছিলেন ওই কলেজ ছাত্রীর বাবা। এই নিয়ে তার সাথে তার দাদার ছেলে দের বিবাদ বাধে। তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছিল বলে অভিযোগ। এরই প্রতিবাদ করেন ওই কলেজছাত্রী। তখন ওই কলেজ ছাত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি শ্বাসরোধ করে খুন এর চেষ্টাও করা হয়। তাদের চিৎকারে এলাকার মানুষ ছুটে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ছাত্রীকে উদ্ধার করে প্রথমে গাজোল হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত রঞ্জন সাহা সহ চারজনের বিরুদ্ধে গাজল থানায় শীলতাহানী মারধরের অভিযোগ দায়ের হয়েছে। অধরা অভিযুক্তরা।
জ্যাঠতুতো দাদাদের হাতে আক্রান্ত কলেজ ছাত্রী
জ্যাঠতুতো দাদাদের হাতে আক্রান্ত কলেজ ছাত্রী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram