প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্তেও ফের ঝুঁকিপূর্ণ নদীঘাট পারাপারের চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের লালবাগ সদর ঘাটে। মানুষের সাথে একই সঙ্গে নৌকায় ভাগীরথী পার হচ্ছে চার চাকা গাড়ি। একের পর এক দুঘর্টনার পরেও হুশ ফিরছে না প্রশাসনের। সম্প্রতি ডোমকলের গরীবপুরে নৌকা ডুবির পর প্রশাসনের পক্ষ থেকে যাত্রী নিরাপত্তায় বিভিন্ন ফেরিঘাট গুলিতে সতর্কতা জোরদার করা হয় কিন্তু সের এই নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে লালবাগ সদর ঘাটের এই ছবি