টাটাসুমো সঙ্গে মোটোর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই

0
348

 

মুর্শিদাবাদ জেলার কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কে খড়সা পেট্রোল পাম্পের সামনে মোটরবাইক ও টাটাসুমোর মুখোমুখি সংঘর্ষে আহত হল দুই ব্যক্তি। আহত দুজনের নাম প্রদ্যুৎ দত্ত ও পলাশ পাল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেট্রোল পাম্পে তেল ভরে কান্দির দিকে যাচ্ছিল দুই বাইক আরোহী উল্টো দিক থেকে একটি টাটাসুমোর সাঁইথিয়ার দিকে যাচ্ছিল। টাটাসুমোটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মোটরবাইকে সামনাসামনি ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় দুই বাইক আরোহী। টাটাসুমোর যাত্রীরা কেউ আহত হয়নি। শব্দ শুনে  ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা । আহত মোটরবাইক আরোহীদের ওখান থেকে উদ্ধার করে কান্দি হাসপাতাল নিয়ে যায়। দুজনেই পায়ে ও মাথায় আঘাত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে টাটাসুমো টিকে আটক করেছে। চালক পলাতক l