টিটাগড়ে সাতসকালে বহুতলে বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল এলাকা!

টিটাগড়ে সাতসকালে বহুতলে বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল এলাকা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর ২৪ পরগনা- সোমবার সকালে প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টিটাগড়। ঘটনাটি ঘটেছে টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের একটি বহুতল আবাসনের চিলেকোঠায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের তিন থেকে চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। যদিও সৌভাগ্যবশত, ওই ঘরে কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।স্থানীয়দের মধ্যে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ বহু দূর পর্যন্ত শোনা যায়। স্থানীয় সূত্রের খবর, চিলেকোঠার ঘরটিতে বোমা মজুত ছিল এবং সেটিই বিস্ফোরিত হয়। বিস্ফোরণের জেরে একটি দেয়াল উড়ে গিয়ে পাশের বস্তিতে পড়ে, ফলে সেখানেও কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। পাশাপাশি, উপস্থিত হন টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ এবং উপপুরপ্রধান। পুরপ্রধান জানিয়েছেন, যে বহুতলে বিস্ফোরণ হয়েছে, সেখানে দু’জন জনপ্রতিনিধিরও বাস রয়েছে। তবে চিলেকোঠার ওই ঘরে কেউ বসবাস করতেন না।পুরপ্রধান বলেন, “টিটাগড়ের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে একটি বহুতলে বোমা মজুত রাখা হল, তা অত্যন্ত উদ্বেগজনক। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন।”পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কে বা কারা ওই ঘরে বিস্ফোরক রেখেছিল এবং কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকা জুড়ে এখন চরম নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top