ইংল্যান্ডের সফরের আগে সে দেশে সোমবার প্রথম অনুশীলনে নামল ভারতীয় দল। আর টিম কোহলিদের অনুশীলনে দেখা গেল সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরকে l কোহলিদের নেটে বোলিং করতে দেখা গেল তাকে । কোহলি-ধোনিদের বোলিং করলেন বাঁহাতি পেসার অর্জুন।ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী কিছু টিপসও দিলেন ১৮ বছরের অর্জুনকে।জানা গেছে , অর্জুনকে অনূর্দ্ধ ১৯ ভারতীয় দলে দুটি চারদিনের ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই তিনি।