নিজস্ব সংবাদদাতা,কাটোয়া, ২৩শে নভেম্বর : কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত আরো তিন জোড়া ট্রেন চালু করেছে পূর্ব রেল। অচল অবস্থা কাটিয়ে কাটোয়া বর্ধমান রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ যাত্রীরা। পূর্ব রেল কর্তৃপক্ষের কাছে বারংবার বিক্ষোভ দেখিয়ে, ট্রেন বাড়ানোর দাবি জানিয়ে , কাটোয়া বর্ধমান রুটের এবং অন্যান্য রুটের যাত্রীদের কাছ থেকে সই সংগ্ৰহ করে এই আন্দোলন চালিয়ে অবশেষে আজ সাফল্যের মুখ দেখলো কাটোয়া বর্ধমান রুটের সাধারণ যাত্রীরা।