মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা সাকোপাড়া হল্টে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একজনের, গুরুতর জখম হলেন দুই জন। প্রতিক্ষ্যদর্শীরা জানান আপ মালদহ টাউন ট্রেন আসার কথা ছিল কিছুক্ষন পরে। তার আগে ট্রেনের লাইন দিয়ে পারাপার করছিল। কিন্তু তখন হটাৎই ওই লাইনে নবদ্বীপ ধাম এক্সপ্রেস ট্রেন চলে, এবং ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় একজনের। ঘটনায় গুরুতর জখম হন আরও দুজন । মৃতের নাম রাখি পাল এবং তার বাড়ি সুতি দুই ব্লকের জটসাই গ্রামে। সে এক আত্মীয় বাড়িতে অনুষ্ঠানে এসেছিল আর এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে দুই জন জখমকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য।
ট্রেনের ধাক্কায় মৃত এক জখম দুই
ট্রেনের ধাক্কায় মৃত এক জখম দুই
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram