‘ঠাকুর পাপ দেয়…’, বর শোভনকে নিয়ে কেন একথা বললেন সোহিনী?

‘ঠাকুর পাপ দেয়…’, বর শোভনকে নিয়ে কেন একথা বললেন সোহিনী?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন -২০২৪ সালে নতুন জীবনে পা রেখেছেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। গত ১৫ জুলাই, চার হাত এক হয়েছে জুটির। একেবারে নিজেদের মতো করে, ‘প্রাইভেট’ অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন তাঁরা। প্রায় এক বছরের প্রেম পরিণতি পায় এদিন। ১ এপ্রিল শোভনের জন্মদিন। বিয়ের পরে বরের প্রথম জন্মদিন বলে কথা। স্বাভাবিকভাবেই বাড়তি স্পেশাল। দিনের শেষে বিশেষ পোস্ট এল  শোভন পত্নী- সোহিনীর তরফে।



নিজেদের বিভিন্ন সুন্দর লেন্সবন্দি মুহূর্তের ছবি শেয়ার করে সোহিনী এদিন লেখেন, “বরের জন্মদিনে ইনস্টাগ্রামে ছবি না দিলে ঠাকুর পাপ দেয়…।” অন্যদিকে বার্থডে বয় কমেন্ট করেছেন ‘বউ’। সঙ্গে রয়েছে ইমোজি। সোহিনীর পোস্টেই শোভনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য তারকা থেকে শুরু করে নেটিজেনরা। 



শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের প্রেম বেশ কিছুদিন ধরে ছিল ওপেন সিক্রেট। গায়কের থেকে নায়িকা প্রায় বছর ছয়েকের বড়। প্রেমে সিলমোহর পড়ার আগে, সেসময় পার্টি, ভ্যাকেশন থেকে যে কোনও উৎসবে তাঁদের নানা আদুরে মুহূর্তের ঝলক মিলত সোশ্যাল মিডিয়ায়। বিয়ের কিছু মাস আগে বিদেশে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এমনকী মাঝে মধ্যে দু’জনের ইনস্টা স্টোরিতে দেখা যেত আদুরে ছবি। এরপর বিয়ের দিন একেবারে সকলের সব প্রশ্নের উত্তর মেলে।



প্রসঙ্গত, সোহিনীর সঙ্গে সম্পর্ক- বিয়ের আগে একাধিক সম্পর্কে ছিলেন দু’জনেরই। সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে শোভনের প্রেম কারও অজানা না। ইন্ডাস্ট্রির গুঞ্জন দু’জনে সহবাস করতেন। শোভনকে আদর করে ‘বাবিয়া’ বলে ডাকতেন ইমন। এমনকী কাছের বন্ধু- বান্ধবরা ভাবতেও পারেননি, বিচ্ছেদ হবে তাঁদের। নেটমাধ্যমের তথ্য বলছে, শোভনের থেকে প্রায় বছর চারেকের বড় ইমন। কানাঘুষো শোনা যায়, জুটির মধ্যে বছরের ফারাক নিয়ে কোনও সমস্যা না থাকলেও, সেসময় এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল শোভনের পরিবারে।



সোহিনীর সঙ্গে সম্পর্কে জড়ানোর সময় টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন। এই জুটির ব্রেকআপের সময় প্রথমে শোনা গিয়েছিল, কোনও তৃতীয় ব্যক্তির আগমনের বিচ্ছেদ হয়েছে। সেসময় শোভনের প্রাক্তন, ইমনের নাম উঠে আসে। যদিও এই জল্পনা ভুয়ো বলেই, জানান ইমন। সোহিনীর সঙ্গে সম্পর্কের আগে যেমন শোভনের একাধিক সম্পর্ক ছিল, সেরকমই সোহিনীও দীর্ঘদিন সহবাস করেছেন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সোহিনীর প্রেম ছিল বলে, গুঞ্জন শোনা যায় স্টুডিওপাড়ার আনাচে- কানাচে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top