ঠিকাদার ও তার দলবলের হাতে আক্রান্ত হলেন নির্মাণ শ্রমিক ও তার পরিবারের সদস্যরা

0
98

পারিশ্রমিকের পাওনা টাকা চাইতে গিয়ে এক শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবলের হাতে আক্রান্ত হলেন নির্মাণ শ্রমিক ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় দুই মহিলাসহ মোট চারজন আহত হয়েছে। দুই মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও সাগর প্রামানিক ও তার দাদা বৃন্দাবন প্রামানিক গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
জানা গিয়েছে এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক সাগর প্রামানিক ওই এলাকারই নির্মাণ শ্রমিক সরবরাহকারী ঠিকাদার তোফাজ্জল হোসেন এর অধীনে মাস ছয়েক আগে কলকাতায় নির্মাণকার্য করতে গিয়েছিলেন। সম্প্রতি সে বাড়িতে ফেরে। এরপর ওই ঠিকাদারের কাছে পারিশ্রমিকের 50 হাজার টাকা চাইতে যায়। বুধবার সন্ধ্যেবেলা তোফাজুল এর কাছে আবার টাকা চাইতে যায় সাগর। সেই টাকা দিতে অস্বীকার করে তোফাজুল। এই নিয়েই দুজনের মধ্যে বচসা হয়। এদিন গভীর রাতে তোফাজুল দলবল নিয়ে সাগরের বাড়িতে হামলা করে। তাকে বেধড়ক মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সাগর কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার দাদা বৃন্দাবন প্রামানিক ও পরিবারের আরও দুই মহিলা সদস্য। গ্রামবাসীরা ছুটে আসলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। গ্রামবাসীরা তাদের প্রথমে স্থানীয় বেড্রাবাদ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর দুই মহিলাকে ছেড়ে দেওয়া হলেও সাগর ও তার দাদা বৃন্দাবন প্রামানিক এর আঘাত গুরুতর থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ঠিকাদার গা ঢাকা দিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণব নগর নগর থানার পুলিশ।