ডাইনি অপবাদে এক আদিবাসী মহিলা গ্রামছাড়া,অভিযোগ গ্রামের মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা,মালদা ,১১ই ডিসেম্বর :ডাইনি অপবাদে এক আদিবাসী মহিলাকে গ্রামছাড়া করার অভিযোগ উঠল গ্রামের মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানালেও ব্যবস্থা নেয়নি পুলিশ বলে অভিযোগ। বাধ্য হয় মানবাধিকার সংস্থার মারফত ওই আদিবাসী মহিলা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন। ঘটনাটি ঘটেছে মালদা থানার অন্তর্গত ভাবুক এলাকায়

সুমি হাসদা নামে ওই মহিলা জানান তার স্বামী ভিন রাজ্যের কাজ করে। তিনি তার বাড়ির পাশে তাদেরই আদিবাসী আরাধ্য দেবতার মন্দির বানিয়ে পূজো করছেন বেশ কয়েকদিন ধরে। এতেই গ্রামেরই কিছু মোড়ল মাতব্বর তাকে অপবাদ দেয় সে ডাইনি। গ্রামের মধ্যে এসে ডাইনি সাধনা করছে।এর পরই ওই মোড়ল মাতব্বরদের কথা শুনে গ্রামবাসীদের একাংশ তাকে গ্রামছাড়া করে দেয়।বাধ্য হয়ে সে মালদা থানায় অভিযোগ জানাতে যায়।কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে তাকে দূর দূর করে থানা থেকে তাড়িয়ে দেয়।বাধ্য হয়ে সে জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।