বিশ্বের কোন দেশে বাবাকে কি নামে ডাকা হয়, জেনে নিন চট করে। বাবা সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো। যার স্নেহ অবারিত ধারায় শুধুই সন্তানের জন্য। বাবা মানে নির্ভরতা। বাবা নিখাদ আশ্রয়। উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা।
আবার বাবা শাশ্বত, বাবা চির আপন। আবার তামনই যে কোনও মা-বাবার স্বপ্ন থাকে তাঁদের সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে। সে লেখাপড়া শিখবে, সমাজে প্রতিষ্ঠা করে নেবে নিজেকর জায়গা। কখনও কোন খারাপ কাজ করবে না। সন্তান জন্ম দেওয়ার সময় গর্ভধারণের সময় মা নিঃসন্দেহে সবথেকে বেশি কষ্ট সহ্য করেন।
তবে তার লেখাপড়ার ব্যবস্থা জামাকাপড়ের যোগান বা কোনও অসুস্থতা হলে দৌড়াদৌড়ি, ছুটাছুটি সবই করতে হয় তাদের মা-বাবাকে। তাঁদের কোনও তুলনা নেই, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। বাবাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। এক একটা ভাষায় তাকে ডাকা হয় এক এক নামে। কোন দেশে বা কোন ভাষায় বাবাকে কি নামে ডাকা হয়, জেনে নিই চট করে।বাংলায় বলা হয় বাবা।
তবে আরও অনেক নামেও বাবাকে ডাকা হয়। যেমন আব্বা, ড্যাডি, পাপ্পা, পাপা। বাংলায় আরও আছে। যেমন বাপজান, বাজান, আব্বু বা বুবাই। ইংরেজি অন্যতম জনপ্রিয় ভাষা। ইংরেজিতে বাবাকে বলা হয় ফাদার, ড্যাড, ড্যাডি, পাপা, পপা, পপ নামে। হিন্দিতে বাবাকে ডাকা হল পিতাজী বলে। জার্মান ভাষায় তা হল ফ্যাট্যা।
আর ও পড়ুন আজ নগর বাউল জেমসের জন্মদিন
ড্যানিশে বাবা হল ফার। চীনা ভাষায় বাবাকে বলা হয় বা, আবার আফ্রিকান ভাষায় তা দাঁড়ায় ভাদের। কানাডায় পাপা।ফিলিপনো ভাষায় কেউ যদি তাতেই বলেন, বুঝে নিতে হবে কেউ তাঁর বাবাকে ডাকছেন। এছাড়া তেয়, আমা বলেও সেখানে বাবাকে ডাকা হয়।আর হাঙ্গেরিয়ান ভাষায় বাবার নাম হল পাপা। এছাড়া সেখানে আরও কয়েকটি প্রতিশব্দ রয়েছে।
আর ও পড়ুন কলকাতা এবং সংলগ্ন শহরতলীতে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ
সেগুলি হল আপা, আপু, এদেসাপা।জাপানিরা বাবাকে ডাকেন ওতোসান বলে। পূর্ব আফ্রিকার বাসিন্দারা বাবাকে বাবা বলেই ডাকেন। সনাতন ধর্মমতে, ‘পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহী পরমং তপঃ, পিতরী প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা’ এর অর্থ হচ্ছে- পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতাকে খুশি করলে সকল দেবতা খুশি হন।
উল্লেখ্য, বিশ্বের কোন দেশে বাবাকে কি নামে ডাকা হয়, জেনে নিন চট করে। বাবা সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো। যার স্নেহ অবারিত ধারায় শুধুই সন্তানের জন্য। বাবা মানে নির্ভরতা। বাবা নিখাদ আশ্রয়। উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। আবার বাবা শাশ্বত, বাবা চির আপন। আবার তামনই যে কোনও মা-বাবার স্বপ্ন থাকে তাঁদের সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে। সে লেখাপড়া শিখবে, সমাজে প্রতিষ্ঠা করে নেবে নিজেকর জায়গা। কখনও কোন খারাপ কাজ করবে না। সন্তান জন্ম দেওয়ার সময় গর্ভধারণের সময় মা নিঃসন্দেহে সবথেকে বেশি কষ্ট সহ্য করেন।