ডাস্টবিনে প্লাস্টিকের ব্যাগ ভর্তি প্রচুর হাড় উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালির গোস্বামি পাড়ার এলাকায় । খবর পেয়ে পুলিশ এসে হাড় গুলো উদ্ধার করে নিয়ে যায়
প্লাস্টিকের প্যাকেটে মোড়া শুকনো হাড়গোড় উদ্ধারকে ঘিরে বালির গোস্বামী পাড়ার জোড়া অশ্বত্থতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রবিবার সকালে। এক মাছ ব্যবসায়ী তার বসার জায়গার পাশে একটি ডাস্টবিনের মধ্যে প্লাস্টিকের একটি প্যাকেট দেখতে পান। সেই প্যাকেটের মধ্যে থেকে একদম শুকনো হাড়গোড় বেরিয়ে থাকতে দেখে তিনি লোকজনকে খবর দেন। এতেই এলাকায় ভিড় জমে যায। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। পুলিশ হাড়গুলো নিয়ে যায় পরীক্ষার জন্য। এই হাড়গুলো কোথা থেকে এলো কে বা কারা ফেলে গেল সেটার খোঁজখবর শুরু করেছে। আদতে হাড়গুলো কিসের, কোন প্রাণীর তা এখনও জানা যায়নি।