ডেঙ্গু নিধনের কাজ তদারকি করতে শনিবার জেলা শাসক পি উল্গানাথন ও বহরমপুরের মহকুমা শাসক দিব্যনারায়ণ চ্যাটার্জী নিজে বহরমপুর পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন

মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় শনিবার থেকে শুরু হল ডেঙ্গু নিধনের কাজ, বিভিন্ন পৌরসভা এলাকায় সরকারি আধকারিকরা নিজেরা গিয়ে কাজ তদারকি করেন। মূলত আগস্ট থকে অক্টোবর পর্যন্ত এই সময়ে ডেঙ্গুর প্রভাব থাকে সবথেকে বেশি তাই শহরের জমা জল বা ড্রেন ইত্যাদির দিকে নজর রাখা খুব জরুরী, সেই মত শনিবার জেলা শাসক পি উল্গানাথন ও বহরমপুরের মহকুমা শাসক দিব্যনারায়ণ চ্যাটার্জী নিজে বহরমপুর পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পৌরসভার চেয়ারম্যান নীল রতন আঢ্য সহ পৌর কর্মীরা। বিভিন্ন এলাকার ড্রেন পরিস্কার করা হয়। মশা নিধনের জন্য স্প্রে করা হয়। জেলা শাসক পি উল্গানাথান জানান গতবারের তুলনায় এই বছর ডেঙ্গুর প্রভাব অনেকটাই কম রয়েছে l