ডোমকল থানার সাহেব পাড়া এলাকায় ভয়াবহ আগুনে ভষ্মিভূত দুটি বাড়ি

 

ভয়াবহ আগুনে ভষ্মিভূত দুটি বাড়ি l ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ ডোমকল থানার সাহেব পাড়া এলাকায় l স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে l এলাকাবাসীদের অনুমান বাড়ির গলিতে বাচ্চারা পবিত্র ঈদ উপলক্ষে বোমা ফাটাচ্ছিলো সে আগুন থেকেই বাড়িতে আগুন লাগে l দমকল বিভাগের ফোন করলেও কোন সাহায্য মিলেনি বলে দাবি এলাকাবাসীদের l ক্ষতিগ্রস্থ দুই পরিবারই l হতাহতের কোনো খবর পাওয়া যায়নি l

1024 COMMENTS